আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী জয়নাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক.

রূপগঞ্জের চনপাড়া থেকে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ জয়নাল বাহিনীর প্রধান জয়নাল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ জুলাই সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হল চনপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে জয়নাল আবেদীন, হোসেন আলীর ছেলে কাউছার ও চাঁন মিয়ার ছেলে আলম। আসামিদের কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ১৭০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, চনপাড়া এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হয় জয়নালের নেতৃত্বে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জয়নালের বিরুদ্ধে খুন, হত্যা চেষ্টা, প্রতারনা, বিস্ফোরকসহ মাদকের একাধিক মামলা রয়েছে।