আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয় সমাবেশে পাপ্পা গাজীর বিশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক:

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার ২৪ ডিসেম্বর বিকালে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে আওয়ামী লীগের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রূপগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন বিসিবির পরিচালক ও মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা। মিছিলে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ,ছাত্রলীগ মহিলা লীগ, যুব মহিলা লীগ ,শ্রমিক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় রূপগঞ্জে আওয়ামী রাজনীতির ভবিষ্যত কান্ডারি গাজী গোলাম মর্তুজা
পাপ্পা বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। আগামী নির্বাচনে ডাঃ সেলিনা হায়াত আইভী জিতবে। আমরা আওয়ামী লীগ নেতাকর্মীরা তার পাশে আছি। কোনো ষড়যন্ত্র তার বিজয় ঠেকাতে পারবে না। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে কুশল বিনিময় করেন তিনি।