আজ বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয় র‍্যালিতে মান্নানের শোডাউন

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিজয় র‍্যালিতে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সোনারগাঁ উপজেলার সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর ) সকাল সাড়ে নয়টায় শহরে বিশাল শোডাউন করে নগর ভবনের সামনে জেলা বিএনপির মূল র‍্যালিতে অংশ গ্রহণ করেন। পরে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য কাজী নজরুল ইসলাম টিটু, সদস্য কামরুজ্জামান ভূঁইয়া মাসুম সোনারগাঁ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম নয়ন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর, পিরোজপুর ইউনিন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান, বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সি, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, বৈদ্দের বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার ,সাবেক সাধারণ সম্পাদক হাজী সাইফুল ইসলাম, বারদী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ছাত্তার মেম্বার, কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজল হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা ডাক্তার মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন নাসু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র নেতা সেলিম ভূইয়া, বাবুল, সম্ভপুরা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, সনমান্দি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মুসলেউদ্দিন, সোনারগাঁও পৌর বিএনপি নেতা মাসুম মোল্লা, ফারুক, পনির হোসেন, মনিরুজ্জামান মন্টু, সাদেকুল ইসলাম সেন্টু, আবু সালে মূছা, অমিত হাসান, সোনার থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আশোয়ার সাজ্জাদ চপল, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন, যুগ্ম-আহবায়ক কাউসার, মুকবুল, নোবেল মীর, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোরশেদ, জেলা ছাত্রদল নেতা সোহেল রানার, রিম রহমান ইমরান ফারুক, সোনারগাঁ থানা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ, যুবদল নেতা খোকন সিকদার, মুছা, আওলাদ, পরশ, মাওলানা ফারুক, বিএনপি নেতা আবুল কাশেম, বিল্লাল মুন্সি, গিয়াস উদ্দিন, হান্নান,শাহ আলম, সোনারগাঁ থানা কৃষকদলের সভাপতি ফজলু মেম্বার সোনারগাঁ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ থানা মৎস্যজীবী দলের সভাপতি সানাউল্লাহ, সাধারণ সম্পাদক ছামির হোসেন, সোনারগাঁ থানা সিনিয়র সহ-সভাপতি ইয়ানুছ, সোনারগাঁ থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সোনারগাঁ থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাব্বার, সোনারগাঁ থানা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।