আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজেএ’র মহাসচিবের ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ)’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৬ টায় ঢাকাস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিয়ুন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিজেএ’র মহা সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম এর মৃত্যুতে বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সিনিয়র ভাইস-চেয়ারম্যান আরজু রহমান ভূইয়া, ভাইস-চেয়ারম্যান মোঃ কুতুবউদ্দিন, কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্য, পাট পরিবারের সকল সদস্য এবং বিজেএ’র সচিবালয়ের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তারা বলেন , মরহুম আবদুল কাইয়ুম ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে অকুতোভয় সৈনিকের মত যুদ্ধ করে আমাদের স্বাধীনতা অর্জনে অগ্রনী ভূমিকা পালন করেছেন। জাতি মরহুমের আত্মত্যাগের মহিমা চিরদিন হৃদয়ে ধারন করবে। মরহুম আবদুল কাইয়ুম এর মৃত্যুতে দেশ একজন নিষ্ঠাবান দেশ প্রেমিককে হারিয়েছে। স্বাধীনতা পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নে নিজ জেলার ব্রাক্ষণবাড়িয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন। কর্মজীবনে তিনি বর্তমান বিলুপ্ত বিজেসিতে উধ্বর্তন কর্মকর্তা ছিলেন।

পরবর্তীতে বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ)তে সচিব পদে যোগদান করেন এবং তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহাসচিব পদে পদায়ন করে সম্মানিত করা হয়। তারা আরও বলেন, প¦ার্শবর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় সেনা বাহিনীর ইষ্টার্ন কমান্ডের সদর দপ্তর, ফোর্ট উইয়িলিয়ামে ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহনকারী একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে সম্মানিত করা হয়। মরহুম আবদুল কাইয়ুম অত্যন্ত দক্ষতার সাথে বিজেএ’র সচিবালয়ের দায়িত্ব পালন করেন। জীবদশায় তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ জুট এসোসিয়েশন একজন দক্ষ মহাসচিবকে হারিয়েছে। বিজেএ’র মহা সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল কাইয়ুম এর মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গত ১৪ এপ্রিল বুধবার নিজজেলা ব্রাক্ষণবাড়িয়া, কসবা থানাধীন চরনাল নিজ বাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।