আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান করেছেন জেলা ও দায়রা জজ

নারায়ণগঞ্জের বিচার বিভাগের কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী অভ্যন্তরীন কর্মশালার সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালত ভবনে দুই সপ্তাহ ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান বলেন, আপনারা চেষ্টা করে যাবেন আন্তরিকতার সাথে কাজ করে যেতে। যারা বিচারপ্রার্থী মানুষ আসবে তাদেরকে সঠিক সময়ে সেবা দিতে। আপনারা দেশ প্রেম নিয়ে কাজ করবেন।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস ও যুগ্ম জেলা দায়রা জজ এস এম মাসুদ জামান।

সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন, যুগ্ম জেলা জজ কাজী ইয়াসিন হাবীব, বেগম এলিনা আক্তার সহ বিভিন্ন আদালতের বিচারক ও বিভিন্ন আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(সংবাদচর্চা/১৬জুন/এমএল)