নারায়ণগঞ্জের বিচার বিভাগের কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী অভ্যন্তরীন কর্মশালার সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালত ভবনে দুই সপ্তাহ ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান বলেন, আপনারা চেষ্টা করে যাবেন আন্তরিকতার সাথে কাজ করে যেতে। যারা বিচারপ্রার্থী মানুষ আসবে তাদেরকে সঠিক সময়ে সেবা দিতে। আপনারা দেশ প্রেম নিয়ে কাজ করবেন।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস ও যুগ্ম জেলা দায়রা জজ এস এম মাসুদ জামান।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন, যুগ্ম জেলা জজ কাজী ইয়াসিন হাবীব, বেগম এলিনা আক্তার সহ বিভিন্ন আদালতের বিচারক ও বিভিন্ন আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
(সংবাদচর্চা/১৬জুন/এমএল)
আরও পড়তে পারেন

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় দুই জেএমবি সদস্যের যুক্তিতর্ক শেষ হয়েছে এবং আগামী ১৮ এপ্রিল রায়ের জন্য নির্ধারণ করেছে আদালত। বুধবার (১১ এপ্রিল) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ৭নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নান দুই জঙ্গির উপস্থিতিতে যুক্তি তর্ক শেষে রায়ের দিন ঘোষনা করেন। মামলা…

অ.শুভ: শহরের জল্লার পাড়ার শিশু আলিফ হত্যা, বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুন, আড়াই হাজারের আনোয়ার হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ৩৫ টি চাঞ্চল্যকর মামলার বিচারকার্য শেষ করে রায় দিয়েছেন নারায়নগঞ্জের আদালত। ৫ বছর থেকে যাবজ্জীবন সাজা ও ফাঁসির রায় দিয়েছেন বিজ্ঞ বিচারকরা। অল্প সময়ের মধ্যে চাঞ্চল্যকর মামলাগুলোর বিচারকার্য শেষ হওয়ায় আদালতের প্রতি…

মাদারীপুর প্রতিনিধি: পরকীয়ার জেরে স্বামী আলহাজ সর্দারকে পিঠার সাথে ওষুধ খাইয়ে হত্যার দায়ে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত স্ত্রী আসমা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা করেছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন। মামলার বিবরনী থেকে জানা যায়,…