নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা আইজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা এড.আনিছুর রহমান মোল্লার মাতা হাফছুন নেছার কুলখানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর এড.আনিছুর রহমান মোল্লার নিজ বাসভবনে এ কুলখানী অনুষ্ঠিত হয়।
এ সময় এড.আনিছুর রহমান মোল্লার মাতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পাঠ করেন মরহুমার পুত্র ডালিম মোল্লা।
দোয়ানুষ্ঠানে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি তথা সাবেক সংদ সদস্য এড.আবুল কালাম,জেলা বিএনপির সভাপতি কাজী মনির,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তথা বন্দর থানা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল,নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা কামরুজ্জামান বাবুল,বন্দর থানা আ’লীগ নেতা রোমাইন হোসাইন,মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা,নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট এড. আজিজ আল মামুন,সমিতির সাবেক ও মানবাধিকার সম্পাদক এড.শিপলু,এড.তপন,পুরান বন্দর চৌধুরীবাড়ীর সমাজসেবক শাহজাহান মোল্লা,বিএনপি নেতা সেলিম মিয়া,চান শরিফ মেম্বার,যুবদলনেতা মোস্তাক আহমেদসহ বহু স্বজন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নিশ^াস ত্যাগ করেন। পরে তাকে পুরান বন্দর জনতাক্লাব প্রাঙ্গনে জানাজা শেষে মোল্লাবাড়ী স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।