নিজস্ব প্রতিবেদক:
তৃণমূল বিএনপির মহাসচিব এড. তৈমুর আলম খন্দকার বলেছেন, বিএনপি আমাকে প্রয়োজন মনে করে নাই। বিএনপি আমাকে অত্যন্ত অত্যাচার-নির্যাতন ও লাঞ্ছিত করে দল থেকে বিতাড়িত করেছে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা সবাই মিলে দেশটাকে রক্ষা করতে চাই। নির্বাচনের মাধ্যমে এই সংকটকে কাটিয়ে উঠতে হবে।