আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোহাম্মদ আলীর জন্য রূপগঞ্জে দোয়া

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিএনপির সাবেক এই এমপির অসুস্থতার খবরে নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলায় দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়ায় সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ অংশ নিচ্ছে।

তার রোগমুক্তি কামনায় ১৯ জুন শনিবার রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। আয়োজিত সভাপত্বি করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আমানউল্লাহ আমান, তারাবো পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আক্তার হোসেন ভূঞা, দাউদপুর ইউনিয়ন কমান্ডার তমিজউদ্দিন, গোলাকান্দাইন ইউনিয়ন কমান্ডার আলাউদ্দিন, কাঞ্চন পৌরসভা কমান্ডার ডাঃ শাহজাহান, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল ফয়েজ, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, আঃ সামাদ, মজিদ গাজী, সিরাজ সরদার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।

পরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।