আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির সমাবেশে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক:

চাষাঢ়া শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। যুবদল নেতা শাওন হত্যা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার এই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনেই বেশ কয়েকবার ঝামেলায় জড়ান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিষয়টি প্রথমে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতিতে রূপ নেয়। পরে শান্ত হয়। রুহুল কবির রিজভী যখন মঞ্চে বক্তব্য দিতে আসেন তখন এমন হট্টগোলের ঘটনা দেখে তিনি বলেন, ‘ছি’।
এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান দিপু ভূঁইয়া, আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইফসুফ খান টিপু প্রমুখ।