আজ সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বিএনপির আদর্শে লালিত তৃণমূল বিএনপি’

টি.আই.আরিফ
তৃণমূল বিএনপির মহাসচিব এড.তৈমূর আলম খন্দকার বলেছেন, বিএনপির সাথে তৃণমূল বিএনপির গড়মিল নেই। বিএনপির আদর্শে লালিত তৃণমূল বিএনপি।
গত ১৫ অক্টোবর বিকালে রূপসী খন্দকার বাড়িতে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তৈমুর আলম আরও বলেন , দল নির্বাচনে গেলে আমি নির্বাচন করবো। বিএনপির ৪ জন স্থায়ী কমিটির সদস্যকে বহিস্কার করা হয়েছে। যারা বহিস্কার হয়েছেন তারা আবার নতুন দল করেছেন। সেই দল বিএনপি জোটে আছে। আমরাও যদি জোট করি বিএনপির সাথে জোট হতে পারে। সেটা আমাদের দলের নেতাদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। আওয়ামী লীগের সাথেও আমাদের জোট হতে পারে। আমি কোথায় থেকে নির্বাচন করবো সেটা জনগণ ঠিক করবে। আমি ভূমিদস্যুর বিরুদ্ধে কথায় বলায় ভূমিদস্যুর পত্রিকায় আমার বিরুদ্ধে ৪ দিন নিউজ হয়েছে। তার তদন্ত করেছে প্রধানমন্ত্রী। বসুন্ধরার মালিক আমাকে ডেকে ছিলো আমি যাইনি। রূপগঞ্জের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে আছে।