আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপিকে ঠেকাতে পারবে না: নাসির

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন বলেছেন, সরকারি দল বিএনপিকে ঠেকাতে পারবে না। বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ হেরে যাবে।

গতকাল সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির বলেন, বেগম জিয়ার মুক্তির জন্য আমরা রাজপথে আছি। আমাদের সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। এই সরকার সারাজীবন ক্ষমতায় থাকবে না। সরকারি দলের নেতারা ভারতে পালাবে।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) এড.আবদুস সালাম, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান, সদস্য সচিব মোশারফ হোসেন।