আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বিএনপিকে কাঞ্চনে নৈরাজ্য করতে দেওয়া হবে না’

সংবাদচর্চা রিপোর্ট:

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল কাঞ্চনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। তিনি বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে আজকে (গতকাল) মিছিল। রূপগঞ্জের গণমানুষের নেতা মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় আমরা কাঞ্চন পৌর আওয়ামীলীগ,যুবলীগ ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুবমহিলা লীগের নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে বিএনপির নৈরাজ্য ঠেকাতে আজ থেকে মাঠে আছি। শুধু ১০ ডিসেম্বর নয় বিএনপি- জামায়াত যখনই ষড়যন্ত্রে লিপ্ত হবে আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবো।

রফিক বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে রাজি না। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষ এত বোকা নয়। বিএনপি- জামায়াতের ফাঁদে জনগণ পা দেবে না।

মেয়র আরও বলেন, ‘সোহরাওয়াদী উদ্যান মুক্তিযুদ্ধের চেতনা বহন করে। বিএনপি- জামায়াত মুক্তিযুদ্ধের পক্ষে না। তারা বলে ২৫ লাখ লোক হবে। নয়াপল্টনে তারা ২৫ লাখ লোককে কোথায় জায়গা দেবে? তাদের উদ্দেশ্য মহাসমাবেশ না। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জনগণ তাদেরকে ঠাঁই দেবে না। আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কর্মী। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আমাদের নেতা। আমরা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে আছি। আমরা কথা দিতে পারি, কাঞ্চন পৌরসভায় বিএনপিকে নৈরাজ্য করতে দেওয়া হবে না।

এসময় কাউন্সিলর মিনারা বেগম, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগ সভাপতি ফেরদৌসী আক্তার রিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।