আজ বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসের ধাক্কায় নাকালিয়ার ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: বাসের ধাক্কায় নাকালিয়ার দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর ​উপজেলার বাঘাবাড়ি বিন্নাদারি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনা জেলার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আবু সামা প্রমানিকের ছেলে আলামিন হোসেন (৪২) ও নাকালিয়া গ্রামের রফিক প্রমানিকের ছেলে মোস্তফা (৪৫) ।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল হক ও শাহজাদপুর থানার এসআই রঞ্জু জানান, বিন্নাদারি নামক স্থানে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়।এ সময় মোটরসাইকেল আরোহী আলামিন হোসেন ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের আরেক আরোহী মোস্তফাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।