আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবুরাইলের ভবন ধ্বস, চাপা পড়া ওয়াজিদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নগরীর এক নম্বর বাবুরাইলে চার তলা ভবন ধসের ঘটনায় ভেতরে চাপা পড়া ওয়াজিদ (১২) নামে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার প্রায় ৪৬ ঘন্টা পর মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করে দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

গত রোববার (৩ নভেম্বর) বিকেল সোয়া চারটায় ফতুল্লা থানার এক নম্বর বাবুরাইলের শেষ মাথায় মুন্সিবাড়ি এলাকার এইচএম ম্যানশন নামে চর তলা ভবনটি ধ্বসে পড়ে। এ ঘটনায় শোয়েব নামে এক স্কুলছাত্র নিহত ও ৩ জন আহত হয়।

ঘটনার সময় ভবনের ভেতরেই ছিল ওয়াজিদ। সে ওই ভবনের নিচ তলায় আরবি পড়তে গিয়েছিল। ধসে পড়ার সময় ওই ভবনে ওয়াজেদের সঙ্গে পড়ছিল আরেক শিশু স্বপ্না।

স্বপ্না জানায়, প্রতিদিনের মতো রবিবার (৩ নভেম্বর) বিকেলে ওই ভবনে শিক্ষক সোনিয়া বেগমের কাছে তার সঙ্গে ওয়াজেদ ও শোয়েব আরবি পড়ছিল। তখন হঠাৎ শিক্ষক তাদের বলেন, ভবনটি কাঁপছে। এ কথা শোনার পরপরই তারা তিনজন পড়া রেখে উঠে দাঁড়ায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই ভবনটি বিকট শব্দে ধসে পড়ে। তারা পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা কোনোমতে পানি থেকে উপরে উঠতে পারলেও ওয়াজেদ পারেনি। স্বপ্নাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রায় দুই ঘণ্টা চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে। সেখান থেকে রাত ১০টায় দমকল বাহিনীর কর্মীরা তাকে ঘটনাস্থলে নিয়ে আসে। স্বপ্না ফায়ার সার্ভিসকে আরবি পড়ার রুমটি দেখিয়ে দেয়।

স্বপ্নার দেখানো তথ্যমতে উদ্ধার কাজ চালায় দমকল বাহিনীর উদ্ধার কর্মীরা। ঘটনার ৪৬ ঘন্টা পর নিখোঁজ ওয়াজিদের লাশ উদ্ধার করেন তারা।