আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাধা উপেক্ষা করে পাবনায় ওবায়দুল কাদেরের কর্মীসভায় মাঠ কাপিয়ে তুললেন সাইয়িদ সমর্থকরা

বাধা উপেক্ষা করে পাবনায়

বাধা উপেক্ষা করে পাবনায় ওবায়দুল কাদেরের কর্মীসভায় মাঠ কাপিয়ে তুললেন সাইয়িদ সমর্থকরাবাধা উপেক্ষা করে পাবনায়

নবকুমার:পাবনা পুলিশ প্যারেড গ্রাউন্ড মাঠে  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের  কর্মী সমাবেশে বাধা উপেক্ষা করে যোগ দিয়ে মাঠ কাপিয়ে তুলেছেন পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড.আবু সাইয়িদের সমর্থকরা।

বুধবার বেড়া- সাথিয়া উপজেলার আওয়ামীলীগ ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার নেতাকর্মী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক অাবু সাইয়িদের ব্যানারে মন্ত্রীর কর্মী সভায় অংশগ্রহণ করেছে।

এ সময় তারা পাবনা ১ আসনের আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানান।নানা শ্লোগানে তারা জনসভাস্থল কে মুখরিত করে তোলে।

৭ই ফেব্রুয়ারী সকালে সাইয়িদ সমর্থকরা বেড়া হতে পাবনার উদ্দেশ্যে যাত্রা পথে তাদের বাধা প্রদানের  অভিযোগ পাওয়া গেছে । অভিযোগে বলা হয়েছে স্থানীয় সংসদ সদস্য এড. শামসুল হক টুকুর ক্যাডার আব্দুল রশিদ দুলালের সন্ত্রাসী বাহিনী আওয়ামীলীগ নেতা  অধ্যাপক ড আবু সাইয়িদের নেতাকর্মীদের গাড়ি আটকিয়ে ১ ঘন্টা রাস্তায় দাড় করিয়ে রাখে।

কর্মী সভায় অংশগ্রহণ কারিরা বলেন, কোনবাধাতে বঙ্গবন্ধুর আদর্শের আবু সাইয়িদের সৈনিকদের আটকিয়ে রাখা যাবে না। আজকে আমাদের অংগ্রহণেই প্রমাণ করে বেড়া সাথিয়ার মাটি আবু সাইয়িদের ঘাটি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাবনা ১ আসনে বর্তমানে ক্লিন ইমেজে থাকা প্রবীন নেতা অধ্যাপক ড আবু সাইয়িদের সক্রিয় বিশাল কর্মী বাহিনী রয়েছে ।

সর্বশেষ সংবাদ