আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাদশা ভাই কারও জমিতে বালু ফালায় নাই: পাপ্পা গাজী

সংবাদচর্চা রিপোর্ট
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেছেন, তারা কালো টাকা নিয়ে ঘুরতেছে। আপনারা কোন সন্ত্রাসীকে ভোট দেবে না। রফিক মেয়র হওয়ার পর নিরীহ মানুষের জমি দখল করেছে। ট্যাক্স বাড়িয়েছে। বাদশা ভাই কারও জমিতে বালু ফালায় নাই। আপনারা সবাই বাদশা ভাইকে ভোট দেবেন।
গতকাল তিনি কাঞ্চন পৌরসভার ৭ নং ওয়ার্ডে উঠান বৈঠকে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রফিক নৌকায় ভোট দেয়নি। ওর ভাই জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক। সে গত সংসদ নির্বাচন করে জামানত হারিয়েছে। রফিকও হারবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া প্রমুখ।