আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ বাজেটে সমালোচনা করার কিছুই পাচ্ছি না’

টি.আই.আরিফ
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট
ঘোষণা করা হয়েছে। বাজেটে ১৬৬ কোটি ৮৭ লক্ষ ৫৭ হাজার ৮২ টাকা আয় ধরা হয়েছে। ব্যয় ধরা হয় ১৬৪ কোটি ৯৪ লক্ষ ৩০ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৯৩ লক্ষ ২৭ হাজার ৮২ টাকা। গতকাল ২৭ জুলাই বৃস্পতিবার পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতির বক্তব্যে মেয়র হাসিনা গাজী এ বাজেট ঘোষণা করেন । বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। হাছিনা গাজীর চাওয়া পাওয়ার কিছুই নেই। তিনি এই পৌরসভাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারাব পৌরসভার এবার বাজেটে সমালোচনা করার কিছুই পাচ্ছি না। জলাবদ্ধতা নিরসন থেকে শুরু করে রাস্তা ঘাটের উন্নয়ন,শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন হয়েছে। আরবান হেল্থ কেয়ারের মাধ্যমে পৌরবাসী চিকিৎসা সেবা পাচ্ছে। বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন ,সবাই উন্নয়ন দেখে ভোট দেবেন। কারও চেহারা দেখে ভোট দেবেন না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কমকর্তা
নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, মাহাবুবুর রহমান মেহের, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মোঃ ফিরোজ ভুইয়া , রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুইয়া রফিকুল ইসলাম মনির, মাহাবুবুর রহমান জাকারিয়া, বি এম আতিকুর রহমান আতিক, জসিম উদ্দিন, রাসেল শিকদার, লায়লা পারভীন, মাহফুজা আক্তার। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ রাস্তার উন্নয়ন ও মাদকসহ সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রকল্প অগ্রাধীকার দিয়ে বাস্তবায়ন করা হবে।

মেয়র হাছিনা গাজী বলেন, তারাব পৌরসভা এগিয়ে যাচ্ছে। কোন কাজ বাদ থাকবে না। সবাই সহযোগিতা করবেন।