আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলা বর্ষবরণ উপলক্ষে না.গঞ্জে র‌্যাবের কঠোর নিরাপত্তা বলয়

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জ সহ আটটি জেলায় নাশকতা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল কাজী শামসের উদ্দিন।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

তিনি জানান, র‌্যাব-১১ আওতাধীন নারায়ণগঞ্জসহ মুন্সীগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, নোয়াখালি, লক্ষীপুর, দোহার ও নবাবগঞ্জ জেলায় শান্তিপূর্ণভাবে পহেলা বৈশাখ উৎযাপন করতে সকাল থেকেই র‌্যাব মাঠে থাকবে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নজরদারির পাশাপাশি পোশাকে ও সাদা পোশাকে র‌্যাবের টহল অব্যাহত থাকবে। তিনি আরো জানান, অতীতে বিভিন্ন সময়ে এই দিনটিতে যেসব অনাকাংখিত নাশকতার ঘটনা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে র‌্যাব সতর্ক রয়েছে। এছাড়া জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টীম সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো যাতে কোন ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য র‌্যাব সতর্কতা অবলম্বনের পাশাপাশি গায়েন্দা নজরদারি করছে।

বিশেষ করে নারায়ণগঞ্জ সহ অন্যান্য জেলা শহরগুলোতে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠানগুলো ঘিরে টহলের পাশাপাশি পর্যবেক্ষণ করবে বলে জানান র‌্যাব-১১ সিও লেফটেনেন্ট কর্ণেল কাজী শামসের উদ্দিন। তিনি সকল নাগরিককে নিশ্চিন্তে, নির্ভয়ে ও স্বত:স্ফুর্তভাবে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উৎযাপনের আহবান জানান।