আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সরকারি ট্রেজারি চালান জমা দেওয়ার “স্বয়ংক্রিয় ট্রেজারি চালান ব্যবস্থার” একটি চুক্তি সই হয়েছে।
এই স্বয়ংক্রিয় ট্রেজারি চালান ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা যমুনা ব্যাংকের সকল শাখায় কাস্টমস ডিউটি, ভ্যাট, কর, আবগারি শুল্ক, পাসপোর্ট ফি সহ অন্যান্য সরকারি ফি জমা দিতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, একাউন্টস ও বাজেট ডিপার্টমেন্টের জিএম ফোরকান হোসেন, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলে কাইয়ুম ও মো. ফজলুর রহমান, ট্রেজারি ডিভিশনের প্রধান মো. মেহেদী হাসান।