আজ সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বহিরাগতদের অবস্থান আদালতপাড়ায়

আদালত প্রতিবেদক
চলছে আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ। তবে সকাল থেকেই দেখা নেই বিএনপিপন্থী আইনজীবীদের। অন্যদিকে ক্ষমতাসীন দলের আইনজীবীরা আছেন ফুরফুরে মেজাজে। তাদের সাথে আদালতপাড়ায় অবস্থান নিয়েছেন বহিরাগত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহণ। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সর্বমোট ৮টি বুথে ভোট গ্রহণ চলছে। এবার ভোটার রয়েছেন ৯২২জন। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে অংশগ্রহণ করেছিল ৫১ জন প্রার্থী। নির্বাচন কমিশনারের বিরদ্ধে নানা অভিযোগ তুলে গতকাল বিএনপিপন্থী আইনজীবীরা ভোট বর্জন করেছে।

বিএনপি ভোট বর্জন করলেও আনন্দে-উল্লাসে সময় পার করছেন আওয়ামী লীগের আইনজীবীরা। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত পুরো আদালতপাড়া। তাদের সাথে যুক্ত হয়েছে বহিরাগত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জুয়েল, যুবলীগ নেতা এহসানুল হক নিপু, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগরের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান সহ আরও অনেক নেতাকর্মীরা আদালতপাড়ায় অবস্থান নিয়েছেন।

এসএমআর/এসএমআর