নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে তৈরি পোশাক রফতানি আয় ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সেই লক্ষে বঙ্গবন্ধুর কন্যার সরকার বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে ।
সোমবার সচিবালয়ে মরিশাসের একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বস্ত্র খাতকে শক্তিশালী করতে সরকার দক্ষ জনবল তৈরি করছে । দেশের প্রতিটি জেলায় একটি করে টেক্সটাইল কলেজ এবং প্রতিটি জেলায় একটি করে ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গোলাম দস্তগীর গাজী বলেন, উৎপাদনশীলতা কর্মসংস্থান বৃদ্ধি করাই বর্তমান সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে নতুন করে বস্ত্রনীতি ও বস্ত্র আইন প্রণয়ন করাসহ অনেক উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মরিশাসের উদ্যোক্তাদের বাংলাদেশের বস্ত্র খাতে বিনিয়োগের আহ্বান জানান। এবং মরিশাসের ব্যবসায়ী প্রতিনিধি দল মন্ত্রীকে বিনিয়োগের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান , মরিশাসভিত্তিক বিশ্ববিখ্যাত জার্সি উৎপাদক প্রতিষ্ঠান কেমপেইন মারসিনি ডি টেক্সটাইলের (সিএমটি) ব্যবস্থাপনা পরিচালক ফ্রান্সিস উ ,সিএমটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গিলিস উ, ফিন্যান্স ডিরেক্টর ডেভিড ট্যু।
প্রসঙ্গত পূর্ব আফ্রিকার দেশ মরিশাস তৈরি পোশাক খাতের উদীয়মান দেশ হিসেবে ইতিমধ্যে বড় ক্রেতাদের নজর কেড়েছে। বাংলাদেশের অন্তত ২০ হাজার শ্রমিক দেশটির বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছেন। এ ছাড়া অবকাঠামো, নির্মাণ ও মৎস্য খাতেও বেশ কিছু বাংলাদেশি শ্রমিক দেশটিতে কাজ করছেন।