নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৮ জুন) ঢাকায় মন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। মন্ত্রীর সঙ্গে তারা বস্ত্র খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। গোলাম দস্তগীর গাজী টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তিনি, বলেন, বস্ত্র ও পাট খাতে কোন সমস্যা থাকবে না। যে সমস্যা গুলো বর্তমানে আছে তা চিহ্নিত করতে হবে। আগামী বাজেটে তা সমাধান করা হবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, পাট ও তৈরী পোশাক খাতে রপ্তানি আয় আরো বৃদ্ধি করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ব্যবসা বান্ধব বাজেট উপহার দিয়েছেন। এ বাজেটে পণ্য রপ্তানিতে কোন বাধা সৃষ্টি হবে না।
এছাড়া গোলাম দস্তগীর গাজীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময় করেছেন।