আজ বুধবার, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বরযাত্রীর মাইক্রোবাসে বিদেশি মদ

বরিশালের উজিরপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাস থেকে ২৪টি বিয়ারের ক্যান ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে উজিরপুরের ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন সড়কে পরিচালিত অভিযানে এসব অবৈধ মদ উদ্ধার করা হয়। এ সময় তিন যুবককে আটক করা হয়েছে।

আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর এলাকার রিপন সাহা, গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকার বাপ্পা সাহা ও ভোলার বোরহানউদ্দিন বাজার এলাকার শুভ সাহা।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এ সময় বরিশাল নগর থেকে গৌরনদীমুখি একটি বরযাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২৪টি বিয়ারের ক্যান ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় মাইক্রোবাসে থাকা কয়েকজন পালিয়ে গেলেও তিন যুবককে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।