নিজস্ব প্রতিবেদক:
তারাব পৌরসভার বরপা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাব-১১ । অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন ভুঁইয়া (৪২) কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আড়িয়াব এলাকার মৃত সাত্তার ভুঁইয়ার ছেলে। গত ২৩ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার ২৪ সেপ্টেম্বর র্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে রূপগঞ্জ ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
একই দিনে পৃথক অভিযানে বরপা এলাকা হতে পলাতক আসামী প্রণয়দেব নাথ (২৪)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন ইব্রাহীমপুর এলাকার মৃত গোপাল দেব এর ছেলে। সে রূপগঞ্জ থানার ডাকাতি মামলার অন্যতম আসামী। মামলা হওয়ার পর থেকে সে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।