আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে  যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: বন্দরে পারিবারিক কলহের কারণে শামীম (২৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ জুন) রাতে বঙ্গশাসন এলাকায় তার নিজ বাসভবনে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে আত্মহত্যাকারির পিতা বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। আত্মহত্যাকারি শামীম একই এলাকার করম আলীর ছেলে।

এ ব্যাপারে আত্মহত্যাকারির পিতা করম আলী সাংবাদিকদের জানান, আমার ছেলে শামীম তার মা ভাই বোনদের সাথে রাগা রাগি করে এবং তার রাগের পরিমান বেশি থাকায় আমার পরিবারের অন্য সদস্যরা পাশে তার মামার বাড়ি গিয়ে সময় কাটায় এবং অনেক সময় পার হওয়ায় শামীমের রাগ কমেছে তাই বেভে বাসায় আসে বাসায় এসে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আমার ছেলে।