নিজস্ব প্রতিবেদক: ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন ও ৩শ ৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৯ অক্টোবর রোববার বিকেলে ও রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ।
ধৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ঘারমোড়া মসজিদরোড এলাকার নওয়াব মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সুমন (৩২), দড়িসোনাকান্দা এলাকার আলী আকবর মিয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী ইসমাইল (৩০) ও একই থানার বালুচরস্থ তমদরদী এলাকার নুরুল হক মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আব্দুল কাদের (৩৫)। ধৃত ৩ মাদক ব্যবসায়ীকে বন্দর থানায় রুজুকৃত পৃথক ৩টি মাদক মামলায় সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।