বন্দর প্রতিনিধি:
রোজার পবিত্রতা নষ্ট করে প্রকাশ্যে ধুমপানে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবকলীগ এনি আহম্মেদ সিদ্দিকিকে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা।
রবিবার বিকেল ৫টায় বন্দর মুন্না স্মৃতি সংসদের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্বেচ্ছাসেবকলীগ নেতা এনি আহম্মেদ সিদ্দিকি বাদি হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে আহত এনি জানান, আমি নামাজ পরে বাসায় যাওয়ার সময় দেখি রাস্তায় প্রকাশ্যে ধুমপান করছে। রমজান মাসে প্রকাশ্যে ধুমপান করছে বলে আমি তাকে বাধা নিষেধ করি। নিষেধ করার জের ধরে আমার উপর চড়াও হয়ে আমাকে মারতে আসে। আমি তার উত্তেজনা দেখে চলে যেতে চাইলে তার পাশে থাকা পুলিশ সোর্স সুকমল আমাকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। আমার চিৎকারে আসে পাশের লোক এগিয়ে আসলে আসলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে একাধিক ব্যক্তি আমাদের বলেন, ছদ্মবেশি সুকুমলের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে অর্থ হাতানো তার পেশা। নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আজমিরী ওসমানের নাম ব্যবহার করে নিরীহ মানুষকে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমদাদুল হকের নাম ভাঙ্গিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। সুদের ব্যবসা ও জুয়ার ব্যবসা প্রকাশ্যে চালাচ্ছে যেন দেখার কেউ নেই। আমরা বন্দর ফাঁড়িতে একাধিক বার তার জুয়ার কথা বললেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।
এ ব্যপারে বন্দর থানার ওসি একেএম শাহীন মন্ডল আমাদের বলেন, বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা দেখে আইনগত ব্যবস্থা নিচ্ছে।