বন্দর প্রতিনিধি
বন্দরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দক্ষিণ কুশিয়ারা এলাকার ত্রাণবঞ্চিত প্রায় ৭০টি কর্মহীন পরিবার। শুক্রবার সকালে ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করে তারা।
বিক্ষোভকারীরা জানান, লকডাউনের কারণে অনেকের কাজ বন্ধ। ফলে তাদের ঘরে খাবার নেই। অনেকে খেয়ে না খেয়ে অনাহারে জীবনযাপন করছে। তারা বলেন, চেয়ারম্যান ও মেম্বার এখনো আসেনি এবং এ পর্যন্ত সরকারি কোন সাহায্য পাই নাই। এলাকার মানুষ কিছুই পায় নাই। আমরা বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারকে জানিয়েছি। কিন্তু তারা কিছুই দেয় নাই। চেয়ারম্যান ও মেম্বার আমাগো চিনেই না, একটা সিলিভও দেয় নাই। আমাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও নাম ঠিকানা, মোবাইল নাম্বার নিয়ে যায়। তাদের কাছে গেলে তারা বলে ফোন দিমুনে। ২/৩ মাস যাবৎ কাজ কাম বন্ধ। আমরা এখনও পর্যন্ত চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে আমরা কোন সাহায্য সহযোগীতা পাই নাই। কুশিয়ারা দক্ষিণপাড়া এলাকার মো. শামীম জানান, আমরা দিনের পর দিন অর্ধাহারে অনাহারে দিন পার করছি অথচ কোন মেম্বার চেয়ারম্যান আমাদের খোঁজ খবর নিতেও আসেনি।
বন্দর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল সালাম বলেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত্ব পরিবারের জন্য ২৫শ’ টাকা করে দেওয়ার কথা থাকলেও আমাদের চেয়ারম্যান নিজ হাতে বন্টন করেছেন। মেম্বারকে একটিও কার্ডও দেওয়া হয়নি। সরকারিভাবে যে ত্রান সামগ্রী বিতরন করার কথা তাও আমাকে দেওয়া হয়নি।
এ বিষয়ে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন বলেন, আমরা ২৫/৩০ হাজার আইডি কার্ড পেয়েছি। আর অনুদান পেয়েছি ২৫শ’। এতো লোক কে দেওয়া সম্ভব না আর সবাইকে দিতেও পারবো না। এমপি সাহেব যে ত্রাণ দিয়েছে তা মহিলা মেম্বার কে দিতে বলেছে পুরুষ মেম্বারদের দিতে নিষেধ করেছে।
এসএমআর