আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে গ্যাস চোর ইসলামকে জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় ইসলাম (৩৭) নামে গ্যাস চোরকে আটক করেছে বন্দর থানা পুলিশ। গত ২ মার্চ রোববার দুপুরে বন্দর রুপারী আবাসিক এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ ধৃত গ্যাস চোর ইসলামকে বন্দর উপজেলা পরিষদের নিয়ে গেলে সেখানে বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মার্চ রোববার দুপুরে বন্দর রুপালী আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ দিন দুপুরে চোরাই গ্যাস সংযোগ দেওয়ার অপরাধে একই এলাকার হাজী আব্দুল হামিদ মিয়ার ছেলে চিহিৃত গ্যাস চোর ইসলামকে আটক করে।

পরে পুলিশ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকৃত গ্যাস চোর ইসলাম ৫ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্ত হয়।