আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে গাঁজা ব্যবসায়ী নবীর হোসেন গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট: মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ নবীর হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার  ২৫ ফেব্রুয়ারী বিকেলে বন্দর থানার ফরাজিকান্দা এলাকা থেতে মাদকসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী এএসআই নাজমুল হুদা বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী নবীর হাসেন বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর হাজী আমজাদ হোসেন মিয়ার ভাড়াটিয়া ও উক্ত এলাকার সিরাজ প্রধানের ছেলে।

এব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম সংবাদচর্চাকে জানান, আসামিকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।