বন্দরে অবৈধ গ্যাস চোর সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কর্যালয়ের ব্যবস্থাপক প্রকৌমলী মো. জাফরুল আলম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি জানান, ৯ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা গেছে, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন বন্দরের বাগবাড়ি এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে গ্যাস চোর সিন্ডিকেটের হোতা রমজান, পূর্ব কুশিয়ারা এলাকার মনু মিস্ত্রীর ছেলে জামান মাস্টার, সামসুল হক, রিয়াজুল হক সাধু, সাইদুর রহমান, সালাম মেম্বার, রহিম মেম্বার, মিনহাজ, মঞ্জুর রহমান।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ নভেম্বর তিতাস গ্যাস কর্তৃপক্ষ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে র্যাব ও পুলিশসহ সোনারগাঁ তিতাসের আঞ্চলিক অফিসের উপ ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান, প্রকৌশলী মো. রিফতা আব্দুল্লাহ, সহ ব্যবস্থাপক মো. সারোয়ার হোসেন, সহ উপ ব্যবস্থাপক মাসুদুল হক, উপ পরিদর্শক মোহাম্মদ আলী উপস্থিত থেকে তিনগাঁও থেকে কাইকারটেক পর্যন্ত ৪, ৩০০ ফুট ও ২, ৩০০ ফুট অবৈধ বিতরণ সংযোগ বিচ্ছিন্ন করে। এতে ৭শ’ থেকে ৮শ’ বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সকল সংযোগ থেকে প্রায় ২০ হাজার পরিবার অবৈধ গ্যাস ব্যবহার করত। তিতাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর গাস চোর সিন্ডিকেটরা ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে রাতের আধারে সেই বিচ্ছিন্নকৃত অবৈধ সংযোগ পুনরায় চালু করে সরকারের ব্যাপক ক্ষতি সাধন করে গ্যাস আইন ২০১০ এর ১০ ধারায় অপরাধ করে।