আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরকে ভিক্ষুক মুক্ত করা হবে :ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন বলেছেন, ক্ষুধা ও দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান সরকার কাজ করছে। যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত তাদের পুর্নবাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্ত করা হবে বন্দর উপজেলা। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে অচিরেই কাজ শুরু করব। তাদের বিকল্প কাজের ব্যবস্থা করা হবে। তিনি সোমবার বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত চিকিৎসা সহায়তায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনৃুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, সমাজ সেবা কর্মকর্তা এস এস মোক্তার হোসেন , কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান প্রমুখ।

সর্বশেষ সংবাদ