নিজস্ব প্রতিবেদক:
রসুলপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে গতকাল রবিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার সভাপতি ও নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি।
প্রধান অতিথির বক্তব্যে সালমা ওসমান লিপি বলেন, আজকে এমন একটি দিন, যেদিন স্বাধীন বাংলার মহান স্থপতি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আজকের দিনকে কেন্দ্র করেই এই স্কুল সহ এলাকার উন্নয়নের গতি আরো এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
স্কুলের বিভিন্ন সমস্যা শোনার পর তিনি বলেন, এই স্কুলটিতে তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনি, তবে আপনাদের সাংসদ শামীম ওসমান আপনাদের সকলকে দায়িত্ব দিয়েছেন আগামী ২০ তারিখের মধ্যে আপনারা এই স্কুলসহ এলাকার সকল সমস্যা সম্পর্কে তাকে জানাতে বলেছেন। তারপর তিনি স্কুলটির অবকাঠামোগত উন্নয়ন সহ সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
লিপি ওসমান, নিউজিল্যান্ডে মুসলিমদের উপর বর্বর হামলার নিন্দা জানিয়ে নিহত মুসলিমদের শহীদদের সাথে তুলনা করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন।
তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সকলকে একদিন মরতে হবে। সেই মৃত্যুর কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনারা মাদক থেকে দুরে চলে আসবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।
জামাল উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শাহ মঞ্জুর কাদের, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হাজী, ৬নং ওয়ার্ডের মেম্বার লিটন হাওলাদার।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, মোজাফ্ফর, লাল মিয়া, আব্দুর রাজ্জাক, মমতাজ মাষ্টার, হাজী জালাল, দীন ইসলাম, আলম, শাহালম, দেলোয়ার হোসেন, হাজী ইব্রাহিম খান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।