আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা করায় রূপগঞ্জে আ’লীগের বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ॥

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ঘোষণা করায় নারায়নগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেছেন। সোমবার বিকেলে উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে মুড়াপাড়া বাজার, হাউলিপাড়া, সরকারপাড়া, মাহমুদাবাদ, টঙ্গীরঘাটসহ বেশ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। র‌্যালীতে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে।

র‌্যালীতে অংশ গ্রহন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজেরুল আলম টুটুল, যুগ্ম সম্পাদক অ্যাড. মফিজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক শ্রীমতী শীলা রানী পাল, কার্যকরী সদস্য এমায়েত হোসেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহের ভূইয়া, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নাদিম ভূইয়া, তারাব পৌর যুবলীগের সভাপতি হাজী মোশারফ হোসেন, শাহবুদ্দিন মেম্বার, আওয়ামীলীগ নেতা মামুন, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, ভূলতা ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূইয়া, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জায়েদ আলী, হাজী মোস্তাফিজুর রহমান মোল্লা, তাবিবুল কাদির তমাল, সালাউদ্দিন ভূইয়া, কাইয়ুম বঙ্গবাসী, জাকির হোসেন, মহসিন ভূইয়া, , মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ভিপি শাহরিয়ার পান্না সোহেল, তারাব পৌর সে¦চ্ছাসেবক লীগের সভাপতি বিএম আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবেল, কামাল আহাম্মেদ রঞ্জু প্রমুখ।

র‌্যালী শেষে মুড়াপাড়া আমবাগানে সংক্ষিপ্ত আলোচনা সভায় গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এই ভাষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ। দীর্ঘ দিন পর ইউনেস্কো এই ভাষণ স্বীকৃতি দেয়ায় সারা পৃথিবীর বাংলা ভাষা-ভাষী মানুষ কৃতজ্ঞ।
উল্লেখ্য, ১৯৭১ইং সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক এ ভাষণ দান করেন। এ ভাষণের মাধ্যমে নিরস্ত্র জাতি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে সশস্ত্র জাতিতে পরিণত হয়। দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে।