নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শিক্ষা বান্ধব প্রধারমন্ত্রী। এর আগে অনেকে প্রধানমন্ত্রী হয়েছে কেউ কোন দিন কম্পিউটার ল্যাভ বিনা মূল্যে বই বড় বড় বিল্ডিং দেন নাই। শেখ হাসিনা শিক্ষিত বলেই শিক্ষাখাতে এত উন্নয়ন করতে পারছে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, যারা লেখাপড়া জানেন না তারা কোন দিন শিক্ষা খাতে উন্নয়ন করতে পারেন নাই। তারা করেছে উন্নয়নের নামে লুটপাট।
গতকাল রূপগঞ্জ উপজেলার পূর্বেরগাঁও এলাকায় নূরুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বঙ্গবন্ধুর কন্যা কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে কোন উন্নয়ন বাদ থাকবে না।
গোলাম দস্তগীর গাজী বলেন, খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নতুন নতুন স্টেডিয়াম নির্মানের কাজ হাতে নিয়েছে সরকার । সুতরাং দেশ আর কোন ক্ষেত্রে পিছিয়ে নেই।
মন্ত্রী বলেন, এবার এসএসসি পরীক্ষা প্রশ্ন ফাঁস ছাড়াই সুশৃঙ্খল পরিবেশে হচ্ছে । একটি চক্র প্রশ্নপত্র ফাঁসের নামে গুজব ছড়াচ্ছে। এদের কে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।
এছাড়া গোলাম দস্তগীর গাজী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল,রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার রিতা সহ অনেকে।