আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ স্প্যানিশ ভাষায় অনূদিত

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর ওপর লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবার স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে।

বৃহস্পতিবার গণভবনে ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির স্প্যানিশ ভাষায় অনূদিত সংস্করণের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত, সেদেশের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, “এটা আমাদের জন্য গৌরবের; খুবই আনন্দের। বাবা বলতেন স্প্যানিশ ভাষা সব থেকে মিষ্টি ভাষা।”

তিনি বলেন, যত বেশি ভাষা সাহিত্যের চর্চা হবে তত বেশি সংস্কৃতির বিকাশ হবে। এই বই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি। এখন পর্যন্ত প্রধান ১০টি বিদেশি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইটিও স্প্যানিস ভাষায় অনুবাদ হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী।

এই বই প্রকাশের ফলে বিশ্বের প্রায় ৪৩ কেটি ৭০ লাখ স্প্যানিশ ভাষাভাষী জনগোষ্ঠী বঙ্গবন্ধুর গৌরবময় জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবেন। সুবিধাবঞ্চিত, নির্যাতিত মানুষের জন্য বঙ্গবন্ধুর আপোষহীন সংগ্রাম ও আত্মত্যাগ, তার গৌরবময় জীবন স্প্যানিশ ভাষাভাষী মানুষ জানতে পারবেন।

২০১২ সালের ১৮ জুন অসমাপ্ত আত্মজীবনী বইটির মূল বাংলা ভার্শন প্রকাশিত হয়। এ পর্যন্ত বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, জাপানি, ফরাসি, উর্দু, আরবি ও স্প্যানিশসহ ১০ ভাষায় প্রকাশিত হয়েছে। এছাড়া রুশ ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় অনুবাদের কাজ চলছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার ও বঙ্গন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান প্রমুখ।