আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা

বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা

বঙ্গবন্ধু

মুহাম্মদ ইকবাল হোসেন (চট্টগ্রাম) সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জেয়ারত শেষে মুক্তমঞ্চে সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এম. এ হাশেম চেয়ারম্যান, কাউন্সিলর নুরুল হক নুরুল্লাহ, চন্দনাইশ উপজেলা আহ্বায়ক সেলিম হোসেন, সাতকানিয়া উপজেলার সাবেক সভাপতি সোহেল মোঃ মঞ্জুর, নুরুল আবসার তালুকদার, বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক সাইদুল আলম, ফয়েজ আহমদ টিপু, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্ত্তী বিজয়, এড. রোকনুজ্জামান মুন্না, আব্দুল ওয়াজেদ ছিদ্দিকী, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল তালুকদার, ফরমান উল্লাহ খান, আব্দুল আলিম, জসিম উদ্দিন আমিরী, চন্দনাইশ উপজেলা যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বাহাদুর, উজ্জ্বল ধর, সেলিম উদ্দিন, মাহবুব হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম আই ফারুক, বোয়ালখালী উপজেলার যুগ্ম সম্পাদক এরশাদ চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মোজাম্মেল হক, মিজানুর রহমান, নাজমুল হক রানা, ইমন, মোহাম্মদ আজিজ, নেজাম উদ্দীন রিমন, অতনু গুপ্ত ডিউক, মোহাম্মদ আরিফ, নাজিম উদ্দীন, কামাল উদ্দীন, জাহাঙ্গীর আলম, রিদোওয়ান, হাছান আলী, আকতার হোসাইন, মোহাম্মদ আবছার, আলমগীর, আকতার হামিদ, রাশেদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় মোহাম্মদ জোবায়ের বলেন, একজন সন্তানের জন্মের সাথে তার পিতার সম্পর্ক যেমন থাকে, ঠিক তেমনি বাংলাদেশের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। “সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি” ইতিহাসের এক হিরণ্ময় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন-তিনি আছেন, তিনি থাকবেন। ভাবনায়-চেতনায়-বিশ্বাসে তিনি আমাদের প্রতিটি অণু-পরমাণুর অংশীদার। বঙ্গবন্ধু ও বাংলাদেশ তাই এক ও অভিন্ন।