আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বক্তাবলীতে শহীদদের স্মরণ

সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়ন সরকার বাড়ী একতা যুব উন্নয়ন সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল খেলা ও বক্তাবলী পরগণা ১৩৯ জন শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে আলীরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রানঙ্গনে বিজয় দিবস উপলক্ষে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন আলীরটেক সরকারবাড়ী একতা যুব উন্নয়ন সংসদ বনাম লক্ষীনগর ফাইভ স্টার ক্লাব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই এলাকার ১৩৯ জন শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভ উদ্বোধন করায় আমরা গর্ববোধ করছি। একইসাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে তাদের সৃকৃতির দাবী জানাই। খেলা ধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম নেশা গ্রস্ত থেকে দূরে থাকবে। সেই সাথে তরুন প্রজন্ম মাদক থেকে বিরত থাকবে।

অনুষ্ঠানে সরকারবাড়ী একতা যুব উন্নয়নের সংসদের সভাপতি শাহাদাৎ হোসেন সরকারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমস এপারেলসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন সরকার,আরো উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন,সিনিয়র সহ সভাপতি এস টি আলমগির সরকার, সদর থানা বিএনপির সভাপতি আবদুর রব, আলীরটেক জামিয়া নুরিয়া মাদরাসার অধ্যক্ষ আতাউল হক সরকার, ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি মো. শাহিন সরকার, আলীরটেক ইউনিয়ন ১ নং ওয়ার্ড সদস্য দিদার হোসেন, ২ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম শাহিন, ইউপি যুবলীগ নেতা এস বি শাহিন সরকার, সরকারবাড়ী পঞ্চায়েত কমিটির সহ সভাপতি ওয়াদুদ সরকার, সাধারণ সম্পাদক আলী হোসেন সরকার, যুব উন্নয়ন সংসদ সদস্য সাদ্দাম হোসেন সরকার প্রমুখ।