আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্তাবলীতে দুটি ইটভাটা কে জরিমানা

ফতুল্লার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী দখল করে গড়ে উঠা ১০টি ইটভাটার বাশের পাইলিং, ২টি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের পাকা ভবন, একটি ডকইয়ার্ডের ৩টি জাহাজের আংশিক অংশ ভেঙ্গে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর। ইট ফেলে নদী দখল করায় দুটি ইটভাটার মালিকপক্ষকে ৮১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় নদীর কয়েক একর জমির দখলমুক্ত করা হয়।

৮ দিনব্যাপী অভিযানের প্রথম দিনে রোববার ১৬ জুন দুপুর বারটা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিআডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের এর যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ পরিচালক মোঃ শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ। উচ্ছেদ অভিযানে দুটি এক্সাভেটর (ভেকু), দুটি উদ্ধারকারী জাহাজ, একটি টাগবোর্ড, বিপুল সংখ্যক পুলিশ আনসার ও বিআইডব্লিউটিএ কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান,  বাশের পাইলিং ও ইট ফেলে নদী ভরাট করে চলেছেন।৮ দিন ব্যাপী অভিযানের প্রথম দিনে এসইউএ ইটভাটাসহ ২টি ইটভাটার মালিকপক্ষকে ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১০টি ইটভাটার বাশের পাইলিং, ২টি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের পাকা ভবন, একটি ডকইয়ার্ডের ৩টি জাহাজের আংশিক ভেঙ্গে দেয়া হয়।