আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বই উৎসবে প্রস্তুত নারায়ণগঞ্জ

বছরের শুরুতে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে কাজ করছে জেলা শিক্ষা অফিস । ইতোমধ্যে বিদ্যালয়ে পৌঁছে গেছে পাঠ্যপুস্তক। এখন শুধু অপেক্ষা বই উৎসবের ,এই উৎসবের মধ্য দিয়ে নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা।  এখন উৎসবের নারায়ণগঞ্জ জেলা এবং উপজেলা পর্যায়ে প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুজিব আলম জানান, ২০২০ শিক্ষাবর্ষে জেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ৪ লক্ষ ২৬ হাজার ৪৭৭ জন শিক্ষার্থীদের মধ্যে ১৮ লক্ষ ১ হাজার ৯৬ টি বই বিনামূল্যে বিতরণ করা হবে।

তিনি বলেন, গত বছরের চেয়ে এবার সামান্য শিক্ষার্থী বেড়েছে। ১লা জানুয়ারি অর্থ্যাৎ বছরের প্রথম দিনেই নারায়ণগঞ্জের ৫টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরন করা হবে। কুতুব আইল ১০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মধ্যদিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীম উদ্দিন এ বই উৎসবের উদ্বোধন করবেন বলে জানা গেছে।