আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিনে না.গঞ্জ খেলাঘরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত বইপড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় তিনি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রবিবার (১৭ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ খেলাঘরের সহযোগীতায় নগরীর জিমখানা শেখ রাসেল নগর পার্কে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে মেয়র আইভী বলেন, শিশুদের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধে প্রাণ হারানো মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে হবে। জেনে শুনে বুঝে দেশকে প্রচন্ড ভাবে তারা ভালবাসুক এবং এই শিশুরাই যেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ বঙ্গবন্ধুর চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের এই ছোট ছোট বাচ্চারা একদিন দেশকে ভবিষ্যতে নেতৃত্ব দিবে।
ছোট্ট সোনামনিদের কাছে অনুরোধ করে তিনি আরও বলেন, স্কুলে যখন যাবে তখন বঙ্গবন্ধু কে ছিলো তার সম্পর্কে জানবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্ক জানবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানবে। তার সাথে মানুষকে কীভাবে ভলোবাসা যায়, কীভাবে মানুষের মন জয় করা যায় তা শিখবে।
অভিবাবকদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা বাচ্চাদের শিখাবেন যে সততার বাইরে কোন কিছু হতে পারেনা। যেই বাচ্চার ভিতরে সততা থাকে সত্যতা থাকবে সত্য কথা বলার মতো সৎ সাহস থাকবে সেই প্রকৃত মানুষ। এবং দেশপ্রেম যার ভিতরে নাই সে কখনো মানুষ হতে পারবে না। আমরা কী চাই? সন্তান যেন ভালো হোক, সুস্থ ও সুন্দর থাকুক এবং তার মধ্যে দেশপ্রেম থাকুক, এইতো। সুতরাং সন্তানদের আপনারা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন।
পরিশেষে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কবির, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল ও বিভিন্ন স্কুলের শত শত শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা।