আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের চুন্নু সহ ৫ জন রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট:

ফতুল্লার কুতুবপুরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নু সহ ৫ জনকে এক দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ আদেশ প্রদান করেন।

এর আগে ২১এপ্রিল ৭ দিনের রিমান্ড আবেদন সহ চুন্নু এবং ৬ সহযোগীকে আদালতে প্রেরণ করে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার শুনানীর দিন ধার্য হলে চুন্নু সহ ৫ আসামীর ১ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডকৃত আসামীরা হচ্ছে, মোফাজ্জল হোসেন চুন্নু (৪৫), আবু সাইদ (২৭), মাসুদ (৩২), আক্তার হোসেন (৪৫), তৌহিদুল ইসলাম (৩২), রোজিনা(২৮)।

গত শনিবার দিনগত রাত ১০টায় কুতুবপুর নয়ামাটি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে নিজ বাড়ির সামনে মাদক বিক্রির সময় চুন্নুকে গ্রেফতার করে পুলিশ। ওই সময়ে ৫ শতাধিক ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় চুন্নুর বাহিনীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশ উপর হামলা চালায়। এসময় তার বাহিনীর ছোড়া ইটপাটকেলে ৫ জন পুলিশ সদস্য আহত হয়।