আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় ।

রবিবার ১৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের উপসচিব মো: আবু জাফর রিপন স্বাক্ষরিত এক আদেশে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে চেয়ারম্যান পদ ফিরে দেওয়া হয়েছে।

তার জবাব সন্তোষজনক বিবেচনা নিয়ে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ওয়াদুদ মাহমুদ ভবিষ্যতে এ ধরণে কর্মকান্ড আর করবেনা মর্মে সতর্কীকরণ পূর্বক স্থানীয় সরকার বিভাগ হতে ২৩ আগস্ট ৬৩৪ নং স্বারকে জারীকৃত তার সাময়িক বরখাস্ত প্রজ্ঞাপন এতদ্বারা নির্দেশক্রমে প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য একই ব্যক্তিকে ডাবল ওয়ারিশ সার্টিফিকেট প্রদানসহ নানা অভিযোগে গত ২৩ আগস্ট তাকে সাময়িক ভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।