আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহাম্মদ আলী হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ফাঁসির

মোহাম্মদ আলী হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধনফাঁসির

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ  উপজেলায় মোহাম্মদ আলী (মামুন) হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় জনতা।রবিবার (২১ জানুয়ারি) দুপুরে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় হত্যার সাথে জড়িত আসামীদের ফাঁসির দাবিতে এ বিক্ষোভ ও মানব বন্ধন ।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন নিহত মোহাম্মদ আলীর মা শিউলি বেগম, স্ত্রী রুনা আক্তার, মামা পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপকি জাকির হোসেন,হারুন-অর-রশিদ,নুরুল ইসলাম,হাজী সামসুদ্দিন,গোফরান সরকার, হাজী সামসুল হক, হাজী মোতালেব,রোমান মিয়া, মজিবুর রহমান, সেন্টু মিয়া ও মাসুম মিয়া প্রমুখ। শত শত নারী পুরুষ মোহাম্মদ আলী হত্যা কারিদের ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেন।

নিহতের মা শিউলি বেগম বলেন, আমার ছেলে মোহাম্মদ  আলীকে যারা হত্যা করেছে তাদেরকে যেন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয় সরকারের কাছে সন্তানহারা মায়ের এই দাবি।তিনি আরো বলেন অভিলম্বে বাকী পলাতক আসামীদেরকে গ্রেফতার করে যেন আইনের আওতায় আনা হয়।

পিরোজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি নিহত মোহাম্মদ আলীর  মামা জাকির হোসেন বলেন, আমার ভাগিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোশারফ মেম্বার ও তার বাহিনী কুপিয়ে হত্যা করেছে। সরকারের কাছে আমার ভাগিনার হত্যা কারিদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।

নিহতের স্ত্রী রুনা আক্তার বলেন,আমার  স্বামীকে যারা খুন করেছে তাদের-সহ এই হত্যার মূল হোতা মোশারফ মেম্বারের ফাঁসি চাই।

উল্লেখ্য,উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী জৈনপুর, রতনপুর, ভবনাথপুর ও ছয়হিস্যা মৌজায়  ইউনিক গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান উচ্চ আদালতের নিষেধাঞ্জা অমান্য করে স্থানীয় নেতা ও প্রভাবশালীদের দিয়ে জোর করে বালু ভরাট করে আসছিলো। এই দখল বাণিজ্যে বাধা দেওয়ায় গত ৩ জানুয়ারী বুধবার রাতে রাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ আলী ওরফে মামুনকে কুপিয়ে হত্যা করেছে পিরোজপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মোশারফ হোসেন ও তার বাহিনী। ঘটনার সাথে জড়িত ভবনাথপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে মোশারফ হোসেন মেম্বার, মৃত মোতালেবের ছেলে জসিম, আব্দুর রহমানের ছেলে হামিদ, মোতালেবের ছেলে শহীদুল্লাহ, মিছির আলীর ছেলে হাবিবুর রহমান,রকমান সরকারের ছেলে শামীম সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।