আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফাঁকা বুলি দিয়ে সরকার চালানো যায় না: মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতে বিপ্লব ঘটেছে। তিনি নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই পৌছে দিয়েছেন ।বইয়ের অভাবে এখন কোনো ছেলে মেয়ের লেখাপড়া বাদ যাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ হচ্ছে বিশাল বিশাল ভবন।

তিনি বলেন, অতীতে অনেকে সরকার গঠন করেছে । অনেকে প্রধানমন্ত্রী হয়েছে কেউ বিনামূল্যে শিক্ষার্থীদের নতুন বই দেয় নি। বিএনপি জামায়াত দেশের কোনো উন্নয়ন করে নাই। তারা ফাঁকা বুলি দিয়ে সরকার চালিয়েছে । কিন্তু ক্ষমতায় টিকে পারে নাই। সরকার চালাতে হলে বাস্তব কাজে প্রমাণ করতে হবে। আওয়ামী লীগ গণমানুষের দল। শেখ হাসিনা যা বলে তা বাস্তবায়ন করে। তিনি জনগণকে বিদ্যুত দিয়েছে, গ্যাস দিয়েছে, বিভিন্ন ভাতা দিচ্ছে , বিনামূল্যে ঔষুধ দিচ্ছে । পদ্মা সেতু হচ্ছে । মেট্রোরেল হচ্ছে। এ সকল উন্নয়ন আওয়ামী লীগ সরকারের বড় সফলতা।

বুধবার (১ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার ভূলতা মর্তুজাবাদ দাঃউঃ ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপ্রস্তুক বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষ অতীত ভুলে যায়। কোন সরকার কি করছে তা জনগণের কাছে তুলে ধরতে হবে।

মন্ত্রী বলেন, রূপগঞ্জে কোনো উন্নয়ন বাদ যায় নি। ভূলতা ফ্লাইওভারকে অনুসরণ করে দেশের বিভিন্ন স্থানে ফ্লাইওভার হচ্ছে।

এর আগে আজ সকাল সাড়ে ৯ টায় রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎস‌বের উদ্বোধন করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এরপর তিনি মাহমুদাবাদ সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়, মঙ্গলখালী সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়, স‌হিতু‌ন্নেছা পাইলট বা‌লিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভুমি) ত‌রিকুল ইসলাম, উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা জা‌হেদা আখতার , উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উ‌দ্দিন আহাম্মদ, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফা‌য়েল আহমেদ আলমাছ, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি আব্দুল আউয়াল মোল্লা, উপ‌জেলা প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সাধারন সম্পাদক আব্দুর র‌হিম, মুড়াপাড়া সরকারী পাইলট হাই স্কু‌লের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, আলহাজ্ব রিয়াজ উদ্দিন ভূইয়া সহ অনেকে।