নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন দুলু দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় তাকে ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জুলহাস উদ্দিন দুলু দীর্ঘদিন যাবত দলীয় কর্মকান্ডে অনুপস্থিত থেকে দলের নাম ভাঙ্গিয়ে নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিকের স্বাক্ষরিত প্রেসে নোটে জানানো হয় যে, বাংলাদেশ আওয়ামী মটরচালক লীগ ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক বিভিন্ন কারণে দীর্ঘদিন যাবত অনুপস্থিত থাকার কারণে সংগঠনের কার্যকলাপ ব্যাঘাত ঘটছে।
সংগঠনের টাকা পয়সা আত্নসাৎ এবং সংগঠনের নাম বিক্রি করে অন্যান্য অপরাধের কারণে তাকে সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি দেওয়া হল। জুলহাস উদ্দিন দুলু কে গত ৮ই জুন ২০১৯ইং দলীয় সভায় সর্বসম্মতিক্রমে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। জুলহাস উদ্দিন দুলু দলের নাম ভাঙ্গিয়ে কোন অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দলীয় নেতৃবৃন্দ।