আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লায়  হেরোইনসহ খাদেম (২৪) ও ইব্রাহীম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুই আসামির বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) মধ্যরাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত ফতুল্লার চাঁদমারী বস্তি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি খাদেম চাঁদমারী বস্তির নুরুল ইসলামের ছেলে ও ইব্রাহীম একই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় এক কেজি গাজা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।