আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার জন্য দোয়া

ফতুল্লা সংবাদদাতা:

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাজির আহমেদের পিতা মরহুম বিল্লাল হোসেন দুলালের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাদ আছর ফতুল্লা থানাধীন কোতালের বাগ এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন যুবদল নেতা মো: রনী হোসেন।

মাহফিলে মরহুম বিল্লাল হোসেন দুলালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়াও খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর আহমেদ সুজন, যুবদল নেতা দেলোয়ার হোসেন নূর হোসেন হানিফ, ওমর আলী সাগর, নাজমুল মাসুদ, সফিকুল ইসলাম, আল আমিন, নূর আলম সাহিল, নাজমুল হাসান, মিরাজ প্রমূখ।