নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় মাদকসেবনকালে র্যাবের অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড এবং একজনকে অর্থদন্ড করেছেন আদালত ।
শুক্রবার দুপুরে র্যাব-১১ এর একটি দল ফতুল্লার ভুইগড় রঘুনাথপুর এলাকা থেকে গাঁজা সেবনকালে ওই ৭জনকে আটক করে।
নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র মোবাইল কোর্ট বসিয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ক্রমিক নং- ৭(ক) ধারার অপরাধে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ডিতরা হলেন, ভুইগড়ের খোকন (৫৫), পিতা-মৃত আফতাব উদ্দিন, আঃ বারেক (৪২), পিতা-মৃত ইসলাম মিয়া, রিয়াজ (২০), পিতা-মৃত সেলিম, মোঃ বাবু ইসলাম (৩৫), পিতা-মৃত আঃ বারেক, মোঃ রবিউল হোসেন(৪২), পিতা- মৃত চাঁন মিয়া, রিয়াদ শেখ (২২), পিতা- লতিফ শেখ।
রায়হানুল ইসলাম (২৯), পিতা-মৃত আজিজুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদড করা হয়।
জেল দন্ডিত ৬ জনকে কারাগারে পাঠানো হয়।
র্যাব জানায়, দন্ডিতরা দীর্ঘদিন যাবৎ ভুইগড় এলাকায় মাদক বিক্রয়, পরিবহন ও সেবন করে আসছিল।