আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লার ইসদাইরে দুই গ্রুপ কিশোর গ্যাংদের সংঘর্ষে নাঈম (২২) নামের এক গার্মেন্টস শ্রমিক মারা গেছে। আহত হয়েছে আরো ৩ জন। পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে।
৯ অক্টোবর শুক্রবার রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকাতে ওই ঘটনায় ঘটে। নিহত নাঈম ওই এলাকার মৃত খলিল মিয়ার ছেলে।
আহতদের একজন লিমন। সে নাঈমের বন্ধু। ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়ে লিমন সাংবাদিকদের জানান, তিনি সহ নাঈম একটি গার্মেন্টে কাজ করে। ওই গার্মেন্টে কাজ করে হৃদয় ও হাবিব নামের আরো দুইজন। শুক্রবার রাত সাড়ে ৮টায় হৃদয়ের এক ভাতিজাকে মারধর করে নাঈম। পরে ৯টায় হৃদয় ও হাবিব সহ আরো কয়েকজন মিলে নাঈমদের বাড়িতে যায়। সেখানে গেলে নাঈম ও লিমন মিলে হৃদয় ও হাবিবকে মারধর করে। রাত সাড়ে ৯টায় লিমন ও নাঈমকে রাস্তায় পেলে তাদের মারধর ও ছুরিকাঘাত করে হৃদয় ও হাবিব সহ অন্যরা। এতে আহত নাঈম ও লিমনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান নাঈম।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই নূর মোহাম্মদ জানান, হৃদয় ও হাবিব নামের দুইজনকে আটক করা হয়েছে।